করোনা চিকিৎসাসেবায় বিশেষভাবে প্রস্তুত করা ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত। বাকি সবাই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, শামসুদ্দিন হাসপাতালে আজ পর্যন্ত ৩৫ জন ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তদের মধ্যে ১৫ জন করোনা রোগী। মহাপাত্র বলেন, এই ১৫ জনের মধ্যে ১ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি হচ্ছেন সিলেটের গাইনি বিশেষজ্ঞ এক চিকিৎসক। তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বুধবার খারাপেরে দিকে যায়, এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। আইসিইউতে রেখে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বার্তা বিভাগ প্রধান