স্টাফ রিপোর্টার :সিলেটের বিশ্বনাথে মটকুনা (সদর পুর) এলাকায় শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হয়েছেন। (৯মে) শনিবার রাত ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মটকুনা গ্রামের এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, সিরাজ মিয়া ও জিলু মিয়া দুজন একে অপরের পাশপাশি বাড়ি । শনিবার বিকাল অনুমান ৫:৩০ মিনিট সময় দুই শিশুর দের মধ্য ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে জিলু মিয়া ছোট ছেলে ও সিরাজ মিয়ার ছেলের সাথে কথা কাটাকাটি ও হাতাহতিয় হয়।এবং এই বিষয় টি উপর যের ধরে সিরাজ মিয়া তাহাঁর অপর পক্ষ জিলু মিয়া কে ডাকাডাকি করেন এনিয়ে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মিমাংশার জন্য দেশ বিদেশে আলোচনাও চলছিল। এমনকি মিমাংশার তারিখও সময় ঠিক করা হয়েছে।
শরিবারে প্রতি দিনের মত তারাবির আযান দিতে যান মসজিদে জিলু মিয়া যখন আযান দেওয়া শুরু করেন তখন সিরাজ মিয়া পক্ষ পদিত লোক জিলু মিয়া কে প্রানে হত্যা উদ্দেশ্য পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাথা লক্ষে করে আগাত করা হয় ।দেশীয় অস্ত্র তাহাঁর মাথায় ডান দিক ক্ষতবিক্ষত হয়,তখন আওয়াজ শুনে তাহাঁর ছেলেরা ছোটে আসেন এবং দুই পক্ষ দের মধ্য এক পর্যায়ে নামাজ না পড়েই শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষের মধ্যে আহত হন অনেকই। এর মধ্যে মধ্যস্থতা করতে আহত ২ থেকে ৩জন তা জানান যাই।
এতে জিল্লু মিয়ার পক্ষে গুরুত্বর আহত ৬ জন তা হলেন জিল্লু মিয়া (৮২), তার ছেলে হেলাল আহমদ (৩৮), তার বড় ভাই জয়নাল আহমদ (৬০), ছোট ভাই দুলাল আহমদ (৩০), বেলাল আহমদ (২৮) ও হেলাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম।
সিরাজ মিয়ার পক্ষে গুরুত্বর আহত হয়েছেন আহত ২ জন তা হলেন, সিরাজ মিয়ার পুত্র সুয়েব আহমদ (২৬), আবু মিয়া (৪০)।
উভয় পক্ষের গুরুত্বর আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বাকি আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে দুই জন দুই পক্ষের একজন জিলু মিয়া ও সুয়েব আহমদ অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে গুপ্ত তথ্য জানান যায় যে দুই পক্ষ বাদী হয়ে থানা মামলা করা হয়েছে।