Home » বিরাটের নোটবুক সেলিব্রেশনের স্মৃতিচারণায় উইলিয়ামস

বিরাটের নোটবুক সেলিব্রেশনের স্মৃতিচারণায় উইলিয়ামস

২০১৭ জামাইকায় বিরাট কোহলিকে আউটের পর নোটবুক সেলিব্রেশন করে আগুনে ঘৃতাহুতি দিয়েছিলেন কেসরিক উইলিয়ামস। যার পালটা তাঁকে ২০১৯ হায়দরাবাদে সুদে-আসলে ফিরিয়ে দিয়েছিলেন বিরাট। সম্প্রতি বহু চর্চিত সেই নোটবুক সেলিব্রেশনের স্মৃতিচারণ করলেন উইন্ডিজ পেসা

২০১৯ তাঁকে কোহলির নোটবুক সেলিব্রেশন ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে উইলিয়ামস বলেন, আমি ওকে শান্ত করার জন্য কিছু কথা বলেছিলাম তবে দুর্ভাগ্যের বিষয় পুরো কথাটা ওর কানে যায়নি। ২০১৯ হায়দরাবাদ ম্যাচের কথা উল্লেখ করে উইলিয়ামস বলেন, ‘বিরাট ব্যাট হাতে নেমেই ওইদিন আমায় বলে, ‘আজ তোমার নোটবুক সেলিব্রেশন কাজ করবে না। আমি কথা দিচ্ছি।’ প্রত্যুত্তরে উইলিয়ামসন বিরাটকে বলেন, ‘মুখ বন্ধ করে ব্যাট করো। তুমি শিশুর মতো আচরণ করছো।’

কিন্তু দুর্ভাগ্যের বিষয় শিশুর মতো আচরণ করার বিষয়টি বিরাটের কানে পৌঁছয়নি বলেই জানিয়েছেন উইলিয়ামস। কারণ তাঁর আগেই ক্রিজে প্রবেশ করে গিয়েছিলেন ভারত অধিনায়ক। এরপর উইলিয়ামসকে বেদম প্রহারের ছবি অনুরাগীদের স্মৃতিতে আজও উজ্জ্বল। ৫০ বলে ৯৪ রানের মারকাটারি ইনিংস ওইদিন এসেছিল বিরাটের ব্যাট থেকে।

ঘটনার স্মৃতিতে ডুব দিয়ে উইলিয়ামস আরও বলেন, ‘কোহলি অত্যন্ত পেশাদার। একবারের জন্যও আমায় অসম্মানজনক কিছু বলেনি। তবে ২০১৭-র ঘটনা ২০১৯-এ এসেও ভোলেনি দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম।’ উইলিয়ামসের সংযোজন, ‘পরের দিন সংবাদমাধ্যমে নিজেকে শিরোনামে দেখার বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। বিরাটকে পালটা দেওয়ার অপেক্ষায় ছিলাম। পরের ম্যাচে ওর উইকেট তুলে নিয়ে তাই মুখে আঙুল দিয়ে সেলিব্রেট করেছিলাম।’

২০১৭ দেশের মাটিতে তাঁর নোটবুক সেলিব্রেশনের কারণ কী ছিল? উত্তরে উইন্ডিজ পেসার বলেন, ‘বিরাট কোহলিই প্রথম যাঁর বিরুদ্ধে আমি নোটবুক সেলিব্রেশন করেছিলাম। কিন্তু এর কোনও বিশেষ কারণ ছিল না। অনুরাগীদের জন্য নিজের ইচ্ছেতেই করেছিলাম। কিন্তু কোহলি বিষয়টি অন্যভাবে নিয়েছিল।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *