প্রতিনিধি খাইরুল ইসলাম নওগাঁ জেলা: করোনা ভাইরাসের প্রভাবে দেশের সার্বিক পরিস্থিতি আজ হুমকির মুখে। “এই সংকটে দেশে যেনো খাদ্যের সমস্যা না হয় সে জন্য সকল জমিতে ফসল ফলাতে হবে- এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে”- প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এমন ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের ১৩ টি গ্রামের গনগবেষনা সংগঠন ও গ্রাম উন্নয়ন দলের সদস্যদের মাঝে ডাটা, কলমি, শিম, পাঠ, লালশাক ও সবুজশাকের বীজ প্রদান করে নিরমইল ইউপি, গনগবেষনা ফোরাম এবং গ্রাম উন্নয়ন ফোরাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জনাব হারুনুর রশিদ, জনাব ফয়জুল ইসলাম, জনাব ইয়াসিন আলী, জনাব তফিজ উদ্দিন, ইয়ুথ লিডার দিনেশ ও আজাদ এবং ইউনিয়ন সমন্বয়কারী জনাব খাইরুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ বিতরণকৃত বীজ হতে উৎপাদিত সব্জীর এক তৃতীয়াংশ নিজ গ্রামের অসহায় ব্যক্তিদের মাঝে বিতরন করতে বীজ গ্রহনকারীদের অনুপ্রাণিত করেন।