প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থাকা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন এক অধ্যাপকের অবস্থা অবনতি হয়েছে।
রোববার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
সূত্র জানায়, সন্ধ্যায় আক্রান্ত অধ্যাপকের অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে আইসিইউতে রেখে জরুরি অক্সিজেন দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৪ মে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রাক্তন এই অধ্যাপকের করোনা শনাক্ত হয়। শনাক্তের পর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এর আগে গত ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনা শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল তিনি ঢাকায় মারা যান।
বার্তা বিভাগ প্রধান