Home » সিলেটে ফ্রি ‘পাঠা’ না পেয়ে প্রাণীসম্পদ কর্মকর্তার উপর ছাত্রলীগের হামলা

সিলেটে ফ্রি ‘পাঠা’ না পেয়ে প্রাণীসম্পদ কর্মকর্তার উপর ছাত্রলীগের হামলা

সিলেট ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রি ‘পাঠা’ না পাওয়ায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আহতাবস্থায় ওই কর্মকর্তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ২টার দিকে প্রাণীসম্পদ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালকের কার্যালয়ে ঘটে।

বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার ছাত্রলীগের এক নেতা ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রিতে ‘পাঠা’ নেওয়ার জন্য তার অফিসে যান। এসময় প্রজননের কাজের জন্য ব্যবহৃত এসব ‘পাঠা’ খাবারের জন্য দেওয়া যাবে না বলে জানান তিনি। এতে ক্ষুব্দ হয়ে ওই ছাত্রলীগ নেতা ফোনে কয়েকজনের সাথে কথা বলেন। কিছু সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা চরম দুর্ব্যবহার শুরু করেন। এর প্রতিবাদ করলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে তাকে চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি খামারের ‘পাঠা’ আনতে প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিসে গিয়েছিলেন জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ। ‘পাঠা’ না পেয়ে তিনি ছাত্রলীগ নেতাদের ফোনে জানান, তাকে প্রাণীসম্পদ অফিসে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন এবং জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধর করেন।

এ ব্যাপারে জানতে কনক পাল অরূপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *