Home » সিলেটে করোনা জয় করে বাসায় ফিরছলন আরো ৩ জন, মোট ১২ জন

সিলেটে করোনা জয় করে বাসায় ফিরছলন আরো ৩ জন, মোট ১২ জন

সিলেটে করোনা রোগীদের জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে আরও তিনজন বাড়ি ফিরেছেন। সোমবার (১১ মে) দুপর ১ টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি সিলেট বলেন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা আরও ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা তিনজনই পুরুষ।

এর আগে বুধবার (৬ মে) ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়। এরপর ৯ মে ২য় দফায় আরও ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়। সব মিলিয়ে আজ সোমবারসহ মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *