সাবেক মহিলা কাউন্সিলর দিবারানীর উপর হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। শনিবার সন্ধায় যতপুরস্থ দিবারানীর বাসার পুকুর পাড়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দিবারানীর ভাই পাপ্পু মন্ডল আহত হয়েছে। আহত অবস্থায় দু’জনই সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
জানাযায়, শনিবার ইফতারের ঠিক আগে যথারীতি বোন দিবারানীর বাসায় আসে পাপ্পু মন্ডল। এ সময় স্থানীয় আজহারুল ইসলাম সাজু পুর্ব পরিচিত থাকলেও মহল্লায় আমার ঢোকার কারণ জানতে চান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কারণ জানতে চাইলে আমাকে বেধরক মারপিট শুরু করতে থাকেন। খবর পেয়ে বোন সাবেক মহিলা কাউন্সিলর বাসা থেকে বের হয়ে আসলে তাকেও সাজুসহ আরো কয়েকজন মারপিট শুরু করেন। এ সময় আজহারুল ইসলাম সাজু দিবারানীকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
নাম না প্রকাশের শর্তে প্রত্যক্ষদর্শী এক স্থানীয় যুবক জানান, পাপ্পু মন্ডল ও দিবারানীর উপর আক্রমন কারীরা এলাকার প্রভাবশালী। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলতে সাহস পায়না। তাছাড়া, এই চক্রের বিরুদ্ধে জায়গা-জমি দখলেরও অভিযোগ রয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শী মন্তব্য করেন। তাছাড়া, দিবারানীর পরিবার ও ওই প্রভাবশালী পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়েও ঝামেলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আরো এক যুবক।
ঘটনার বিষয়ে কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক