ছাগলে গমের ভুষি খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাহে আলম (৪০) নিহত হয়েছেন। উপজেলার হামিদপুর ইউনিয়নের পূর্ব শুকদেবপুর শিবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নিকটাত্মীয়রা জানান, গত ৩০ এপ্রিল দুপুরে মাহে আলমের ছোট ভাই শাহ আলমের একটি ছাগল মাহে আলমের ঘরে ঢুকে গমের ভুসি খেতে শুরু করে। এ নিয়ে বড় ভাই মাহে আলমের সাথে ছোট ভাই শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ছোট ভাই শাহ আলম বড় ভাই মাহে আলমের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু তাকে রংপুর শহরের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিনের মাথায় মাহে আলম আজ শুক্রবার বেলা ১টা মারা যান।নিহতের জামাতা রায়হান বাবু অভিযোগ করে বলেন, গত ৩০ এপ্রিল তার শ্বশুর মাহে আলমের সাথে তার চাচা শ্বশুর শাহ আলমের মারামারির ঘটনায় তিনি থানায় জিডি করতে গেলে জিডি না নিয়ে পুলিশ একটি আবেদন গ্রহণ করে। এদিকে, দুই ভাইয়ের মারামারির ঘটনায় পূর্ব শুকদেবপুর গ্রামে নিহত মাহে আলমের জামাতা রায়হান বাবুর করা জিডি নথিভুক্ত করা হয়েছে বলে দাবি করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান।
নির্বাহী সম্পাদক