Home » বাবাকে করোনার রোগী সাজিয়ে অ্যাম্বুল্যান্সে চড়ে বিয়ে সারল যুবক

বাবাকে করোনার রোগী সাজিয়ে অ্যাম্বুল্যান্সে চড়ে বিয়ে সারল যুবক

লকডাউনে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সে করে বিয়ে সেরে ফেলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ভারতের এক যুবক।

সংবাদ প্রতিদিন জানায়, আগ থেকেই বিয়ের দিনক্ষণ ঠিক ছিল আহমেদ নামে ওই যুবকের। কিন্তু করোভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন এতে বাদ সাধল। ফলে পুলিশকে ফাঁকি দিতে বেছে নেন অভিনব এক পন্থা।

জানা যায়, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাতৌলির বাসিন্দা আহমেদ। দিল্লির এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় ২৬ বছর বয়সী এই যুবকের।

লকডাউনে পড়ে পাত্রীপক্ষ কিছুটা পিছিয়ে আসতে চাইলেও পাত্রপক্ষ বিয়ে নিয়ে ছিল অনড়। তাই বাবাকে রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে উত্তরপ্রদেশ থেকে দিল্লি পাড়ি দেয় আহমেদ। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওই তরুণ বিয়েও সেরে ফেলে। যদিও পরে প্রতিবেশীদের তৎপরতায় পুলিশ খবর পায়।

পুলিশ খবর পাওয়ামাত্রই কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই যুবকের পরিবারের সকলের এবং নববধূর করোনা টেস্ট করায়। তবে এখনও কারও রিপোর্ট হাতে এসে পৌঁছায়নি। পুলিশ ওই অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু করেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *