Home » করোনা উপসর্গ নিয়ে ওসমানীর আইসিইউতে ডা. মীর মাহবুবুল আলম

করোনা উপসর্গ নিয়ে ওসমানীর আইসিইউতে ডা. মীর মাহবুবুল আলম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম। বুধবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ডা. মীর মাহবুবুল আলম (৭২) দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে।

বৃহস্পতিবার ওই চিকিৎসকের চিকিৎসা কার্যক্রমের সাথে সম্পৃক্ত একাধিক চিকিৎসক জানান, ডা. মীর মাহবুবুল আলমের শরীরে করোনাভাইরাসের সবধরনের উপসর্গই রয়েছে। তাই বৃহস্পতিবার আবারও পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার এর রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মাহবুবুল আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *