Home » চট্টগ্রামে বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে প্রথমবারের মত কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত শ্রীলঙ্কান এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত  দেশে প্রথম কোনো বিদেশি নাগরিক।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে বুধবার (৬ মে) সকালে ঘোষিত ১২২টি নমুনার ফলাফলের পর চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী গনমাধ্যমকে বলেন, ‘নগরের দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

প্রসঙ্গত, বুধবার রাতে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। যাদের ৩ জন ইতিমধ্যেই মারা গেছেন।

সূত্র: সিটিজি টাইমর্স

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *