বুধবার (৬ মে) পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ছয় জন সদস্য মারা গেলেন। করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম শ্রী রঘুনাথ রায় (৪৮)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
সোহেল রানা বলেন, ‘করোনা যুদ্ধে শ্রী রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।’
পুলিশ জানায়, শ্রী রঘুনাথ রায়ের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার (৬ মে) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, এএসআই রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তার বাড়িতে স্ত্রী, এক মেয়ে ও ছেলে রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
বার্তা বিভাগ প্রধান