আজ বুধবার দুপুর পৌণে ১টার দিকে ছাড়পত্র পাওয়াদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা। প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন সিলেটের ৫ জন। তারা সবাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। পরপর দু’টি টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, শামসুদ্দিন হাসপাতালে ১৯জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জন পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাদের পরপর দু’টি টেস্ট নেগেটিভ এসেছে। তারা সবাই পুরুষ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, তিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসা উপহার তুলে দেন তাদের হাতে , আর উপস্থিত ছিলেন উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়েছে ২৫৮, মারা গেছেন ৪।
বার্তা বিভাগ প্রধান