Home » অপরিকল্পিত উন্নয়ন: হালকা বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা, বাসা-বাড়িতে পানি

অপরিকল্পিত উন্নয়ন: হালকা বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা, বাসা-বাড়িতে পানি

অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে নগরবাসী। হালকা বৃষ্টিতেই হাটু পানি লেগে থাকে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে হালকা বৃষ্টি দিলেই জলাবদ্ধতা দেখা দেয়। হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায় বাসা-বাড়ি। এতে করে দুর্গন্ধও ছড়িয়ে পড়ে চারদিকে।

আজ মঙ্গলবার (৫ মে) এমন চিত্র দেখা যায় সিলেট মহানগরীর ১নং ওয়ার্ডের দরগা মহল্লা এলাকায়। এছাড়াও নগরীর হাওয়াপাড়া, পাঠানটুলা এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়।

গেল বছরের ২৫ ডিসেম্বর সিলেটে উন্নয়নের জন্য ১ হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতো টাকা বরাদ্দের পরও নগরীতে ভুগান্তি পোহাতে হচ্ছে জনগণের। হালকা বৃষ্টিতে নগরীর বাসা-বাড়িতে ঢুকে যায়।

উল্লেখ্য: জলাবদ্ধতা সিলেট নগরীর পুরনো ও প্রধান সমস্যা। সামান্য বৃষ্টি দিলেই নগরীর প্রধান সড়কগুলোতে পানি জমে যায়। যানচলাচল তো দূরের কথা, নৌকা ছাড়া সাধারণ মানুষও চলাচল করতে পারেনা। এতে করে নগরবাসীর মধ্য দুর্ভোগ চরমে পৌঁছে। জলাবদ্ধতার বিভিন্ন স্থানে সড়কে যানবাহন আটকে দেখা দেয় যানজটও।

সিলেটে ওই সমস্যা সহ যাবতীয় সমস্যা দুরীকরণ ও উন্নয়নের জন্য এক হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *