মহামারি করোনা ভাইরাস একটি অদৃশ্য শক্তি, কিন্তু এর কাছে সকল শক্তি পরাজিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মে) গনভবন থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার গুরুত্ব্বপূর্ণ ব্যাক্তিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সকল দেশেই এখন করোনা ভাইরাসের আক্রমন হয়েছে। অস্ত্রের শক্তি, টাকার শক্তি কোনো কিছুই কাজে আসছে না এই অদৃশ্য ভাইরাসের শক্তির সামনে। আমাদের সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে। তিনি আরও বলেন, এই অদৃশ্য শক্তি থেকে আল্লাহর কাছে সবাই প্রার্থনা করুন। যেন পৃথিবী থেকে এটা দূর হয়ে যায়। একইসাথে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরামর্শের পাশাপাশি করোনাযুদ্ধে সামনে থেকে সেবা দেয়া যাওয়া পেশাজীবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ, চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের ধারাবাহিকতায় আজকে রংপুর বিভাগের সাথে কথা বলবেন। এটাই শেষ বিভাগ।

বার্তা বিভাগ প্রধান