দিনাজপুরের বিরামপুরে সিঁড়িঘর থেকে লাভলী আকতার (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিরামপুর থানাপুলিশ। আজ রবিবার ইফতারের আগমুহূর্তে উপজেলা হাজী মার্কেটের পেছনে মো. রুহুল আমিনের ভাড়াবাসা থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। লাভলী আকতার সৈয়দপুর ঝাড়ুইয়া এলাকার মৃত আজিজ চৌধুরীর ছেলে একরামুল চৌধুরীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নারীর স্বামী তারিকগুল অ্যান্ড কোম্পানির বিরামপুর এলাকার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। কি কারণে এ ঘটনা ঘটতে পারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক