Home » বাংলায় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খুলছে মদের দোকান

বাংলায় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খুলছে মদের দোকান

তিমিরকান্তি পতি, বাঁকুড়াঃ সুরাপ্রেমীদের জন্য সুখবর। লক ডাউনে কারণের কারণে সরকারী নিষেধাজ্ঞার জেরে এক মাসেরও বেশী সময় পর খুলতে চলছে মদের দোকান। সোমবার সকাল দশটা থেকেই এই নির্দেশ কার্যকরী হচ্ছে। প্রসঙ্গত, লক ডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় এক দিকে যেমন অসংখ্য সুরাপ্রেমী ভীষণ সমস্যায় পড়েছিলেন, তেমনি অতিরিক্ত দামে মদ বিক্রির অভিযোগ উঠছিল একাংশের বিক্রেতাদের বিরুদ্ধে।

এই অবস্থায় সেই সমস্যা কিছুটা হলেও মিটবে বলেই অনেকে মনে করছেন। সরকার অনুমোদিত মদের দোকান খোলার আগে এই বিষয়ে কি বলছেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের সুরাপ্রেমী থেকে সরকার অনুমোদিত দোকান মালিকরা। এবিষয়ে আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সুরাপ্রেমী বলেন, সমস্যা তো তৈরি হচ্ছিল। অতিরিক্ত দামে ও গোপনে মদ কিনতে হচ্ছিল।

এবার সেই সমস্যা কিছুটা হলেও মিটবে। বিষ্ণুপুরের একটি মদ দোকানের মালিক বিবেক বাঁশি বলেন, সরকারি নির্দেশিকা মেনেই সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত দোকান খোলা থাকবে। একই সঙ্গে ভীড় ও জমায়েত এড়াতে বাকি সমস্ত ধরণের সরকারী নির্দেশিকা মেনে চলা হবে বলে তিনি জানান।

অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান শ্যাম মুখার্জী বলেন, সরকার সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। শুধু বাঁকুড়াতে নয়, গোটা বাংলাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। দেশজুড়ে লকডাউনের শুরু থেকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বেজায় মন খারাপ ছিল সুরাপ্রেমীদের।

শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুমতি পেয়েই লকডাউনের সব শর্ত মেনে এবার মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।

রাজধানী দিল্লিতে কনটেনমেন্ট জোনগুলি বাদ দিয়ে বাকি এলাকাগুলিতে সোমবার থেকেই মদের দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। তবে মদের দোকান খোলা হলেও লকডাউনের সব শর্ত যাতে মেনে চলা হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের। মহারাষ্ট্র ও দিল্লির পাশাপাশি কর্নাটক, অসম ও গোয়া সরকারও মদ কেনা-বেচার অনুমতি দিয়েছে। সেই সিদ্ধান্ত মেনে বাংলাতেও সোমবার থেকে খুলছে মদের দোকান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *