শরিবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে কর্মসূচীর বাস্তবায়নের লক্ষে সিলেট সিটি করপোরেশনের এই কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
করোনা পরিস্থিতিতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওয়াতায় সিলেট সিটি করপোরেশন এলাকায় ৪০ হাজার নিম্ন আয়ের মানুষ পাবেন সহায়তা। প্রধানমন্ত্রী বিশেষ উপহার হিসাবে এই কর্মসূচী মে মাস থেকে বাস্তবায়ন শুরু হবে। এই কর্মসূচীতে প্রতিমাসে প্রত্যেক উপকারভোগি ২০ কেজি করে চাল পাবেন।
বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সিসিকের কমিটির উপদেষ্টা হিসাবে সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত ছিলেন। সভায় নিম্ন আয়ের অসহায় মানুষে জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সিসিকের ওয়ার্ড ভিত্তিক উপকারভোগিদের স্বচ্ছ তালিকা প্রণয়নের উপর গুরুত্ব দেয়া হয়। সভায় করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় মানুষে জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সিসিকের ওয়ার্ড ভিত্তিক উপকারভোগিদের স্বচ্ছ তালিকা প্রনয়নের উপর গুরুত্ব দেয়া হয়।
এ কর্মসূচীর আওতায় করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া কর্মহীন মানুষ ত্রাণ সহায়তা পাবেন। বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীতে যারা সহায়তা পাবেন তারা হলেন, ভাষমান মানুষ, বেকার শ্রমিক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, চা শ্রমিক, প্রতিবন্ধি, বয়স্ক ব্যক্তি, ভিক্ষুক, ভবঘুরে, ফেরিওয়ালা, চা দোকানদার, দিন মজুর, রিক্সা/ভ্যান চালক, বিধবা নারি, পথ শিশু, বেদে ও হিজড়া সম্প্রদায় এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার।
এতে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. তারেক উদ্দিন তাজ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আমিন বাকের, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, হেলেন আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান