করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা ৯ জনকে ব্যতিক্রমভাবে বিদায় জানালেন চিকিৎসকরা। শনিবার (২ মে) দুপুরে ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় তাদের জন্য করতালি দেন চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা।
দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। ফটকে ছিলেন হাসপাতালটির অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাহ গোলাম নবী, করোনার ফোকালপারসন অধ্যাপক মাহবুবুর রহমানসহ অন্য চিকিৎসকরা। যাদের সেবায় রোগীরা সুস্থ হয়ে উঠেছেন, বাড়ি ফেরার সময় তারাই বিদায় জানালেন অন্যরকমভাবে।
বেলা সাড়ে ১২টার দিকে একে একে বের হতে থাকেন সুস্থ হওয়া রোগীরা, তাদের মধ্যে আছেন দুই চিকিৎসক।
বার্তা বিভাগ প্রধান