বাসন্তী বাউরি,
হামি তোকে ভালোবাসি
বকিন তুঁ হামাকে নাই চিনিস।
আজ তোদের পাতি তোলা
বন্ধ আছে,
মে দিবসটা লাগে।
বুলছি তোকে
আজ সালাম বাবু, সালাম সর্দার
এই কথাটি রাখলি কোথায় বোলতো?
শুনছি এখন তোদের গরু
যায় নাকি যে খোয়াড়েতে,
সেই খোয়াড়ের
বায়না লাগে হাজার দেড়েক টাকা যে!
হামি জানি,
তোদের দৈনিক মাত্র একশ টাকা যে,
সেইখানেতে খোয়াড় বায়না
ধার্য্য করে কেটা রে?
বোল তো দেখি
এই কথাটি একটুখানি হামারে।
এই কথাটি শুনেও তো
লাগে হামার ব্যথা রে!
এই কথাটি ঢালাও করে
বলবো হামি সবারে।
একশ টাকা মজুরিতে হাজার দেড়েক
বায়না ধরে!
এমন আজব কারখানাতে
তোরাই আছিস, তোরাই ছিলি,
তোরাই হয়তো থেকেও যাবি।
১লা মে ২০২০
মে দিবস নিয়ে লেখকের ফেসবুক থেকে নেওয়া
নির্বাহী সম্পাদক