Home » সিরাজগঞ্জে স্টীল শ্রমিকদের মাঝে হিউম্যান এইড বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে স্টীল শ্রমিকদের মাঝে হিউম্যান এইড বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ

সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের করাল গ্রাসে জর্জরিত। প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। কর্মহীন হয়ে পড়েছে প্রায় সবাই। সমাজের খেটে খাওয়া মানুষের অবস্থা সবচেয়ে ভয়াবহ। যেখানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সবাইকে বাড়ি থেকে বাইরে না বের হওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেখানে খেটে খাওয়া এই মানুষগুলো বাইরে বের না হলে, কাজ না করলে খাবার যোগাড় হবে কিভাবে? তারা কি অনাহারেই মারা যাবে? এই পরিস্থিতি কারোই কাম্য নয়। সমাজের এই মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফোটাতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা  হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। রবিবার বেলকুচি উপজেলায় স্টীল শ্রমিকদের  মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন সমাজ ও মানবাধিকার কর্মী তানভীর আনজুম তুষার। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি মসুরের ডাল, হাফ কেজি পেয়াজ, হাফ কেজি লবণ ও সাবান।

সাহায্য পাওয়া স্টীল শ্রমিক ইউসুফ  বলেন, এমনিতেই স্টীল শ্রমিকদের  জীবনে অভাব অনটন  নিত্যদিনের সঙ্গী। আর করোনার কারণে কারখানা বন্ধ থাকায় আমরা বেতন ও মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। এই মহাদুর্যোগে  হিউম্যান এইড বাংলাদেশ  খাদ্য সামগ্রী দেয়ায় আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তানভীর আনজুম তুষার বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। ফলে সকলের মতো স্টীল শ্রমিকেরা খাবার সংকটে পড়েছে। এই সংকট কালে স্টীল শ্রমিকদের পাশে দাড়ানোর জন্য হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন এর সভাপতি, ডাঃ শেখ মোহম্মদ  মঈনুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী এস.এম ওমর ফারুক, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মানজিদ সহ আহমেদ সিফাত প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *