Home » সাপাহারে প্রথম করোনায় আক্রান্তের শ্বাষকষ্ট হওয়ায় রাজশাহীতে স্থানান্তর

সাপাহারে প্রথম করোনায় আক্রান্তের শ্বাষকষ্ট হওয়ায় রাজশাহীতে স্থানান্তর

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি এবং শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে এবং সেখান থেকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। অপর আক্রান্ত ২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন।

জানা গেছে ২৮ এপ্রিল প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয় উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামে ৪১ বছর বয়সের যুবক। সে ঢাকা ফেরত। গত ২৯ এপ্রিল ওই ইউনিয়নের হাপানিয়া গ্রামের ২ জন আক্রান্ত হয়। তাদের বয়স পর্যায়ক্রমে ১৯ বছর ও ১৭ বছর। তাঁরা কুমিল্লা ফেরত। 

করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার জন্য ঘরে থাকা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *