Home » শাহপরাণ (রহ:) থানার সাঁড়াশি অভিযানে চুরি হওয়া টাকা ও ল্যাপটপ উদ্ধার এবং চোরচক্রের ০৪ জন গ্রেফতার

শাহপরাণ (রহ:) থানার সাঁড়াশি অভিযানে চুরি হওয়া টাকা ও ল্যাপটপ উদ্ধার এবং চোরচক্রের ০৪ জন গ্রেফতার

শাহপরাণ (রহ:) থানার সাঁড়াশি অভিযানে চুরি হওয়া ৩,০০,০০০/-টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার এবং চোরচক্রের ০৪ সদস্য আটক ।

 ২১/০৪/২০২০খ্রিঃ ভোররাতে শাহপরান থানাধীন শাহজালাল উপশহরস্থ ডি ব্লকের ৩৪ নং রোডের ১১ নং বাসার বাসিন্দা সহকারী কমিশনার, ভ্যাট, সিলেট জনাব প্রভাত কুমার সিংহ এর বাসায় দুর্ধষ চুরির ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৬, তারিখ-২১/০৪/২০২০খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

চুরির ঘটনার পর পর শাহপরাণ (রহ:) থানা পুলিশ চোরচক্রের সদস্যদের সনাক্তের জন্য সাঁড়াশি অভিযানে নামে। সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহ:) থানা ও সহকারী পুলিশ কমিশনার এয়ারর্পোট থানা প্রযুক্তির সহায়তায় এবং সিলেট শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ র্পযালোচনার মাধ্যমে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা এবং চোরচক্রের সদস্যদের সনাক্ত করা হয়। শাহপরাণ (রহ:) থানার অফিসার ইনর্চাজ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এসআই/মোঃ শাহীন মিয়া, এসআই/রিপটন পুরকায়স্থ, এসআই/সোহলে রানা, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এসআই/বিমল দে এবং এসআই/কামরুল হুদা নাইম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা এবং চোরচক্রের সদস্য আসামী ১। মোঃ সাদ্দাম মিয়া (২৭), পিতা-মোঃ মোতালেব মিয়া, সাং-শামুক, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমানে-হক মঞ্জিল, দুর্বার-১৬৫, শেখঘাট কলাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত মিরাজ আলী, সাং-পাইপুরা, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, বর্তমানে-ছড়ারপাড় ছালেক মিয়ার কলোনী, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ জাকির হোসেন (৩০), পিতা-মৃত আলী নেওয়াজ, সাং-বামই, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-মুছারগাঁও চৌধুরীর কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। সালমান আহমদ লিমন (৩৪), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-বড়বাড়ী আখালিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের আটক করা হয়। আটক আসামীদের হেফাজত হইতে চুরি যাওয়া ৩,২০,০০০/-টাকার মধ্যে ৩,০০,০০০/-টাকা এবং এ্যাশ কালারের lenevo Yoga মডলেরে ল্যাপটপ যাহার মুল্য অনুমান ১,১০,০০০/-টাকা উদ্ধার করা হয়। আটক আসামীদের বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *