Home » নগরীর ২১নং ওয়ার্ডে ত্রাণের জন্য সড়ক অবরোধ, কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ

নগরীর ২১নং ওয়ার্ডে ত্রাণের জন্য সড়ক অবরোধ, কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ

 সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন  নগরীর ২১নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিত গরীব লোকজন। সিলেট-তামাবিল সড়কের সোনারপাড়ায় তারা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে কাউন্সিলর আবদুর রকিব তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কাউন্সিলর তুহিন তাদের এলাকার গরীব লোকজনকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রেখেছেন। তার কাছে বারবার ধর্ণা দেওয়ার পরও তিনি ত্রাণ দিতে অস্বীকৃতি জানান। সরকার থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হলেও কাউন্সিলর তুহিন তার ইচ্ছেমতো তা বিতরণ করছেন। ওয়ার্ডের অন্যান্য জায়গায় ত্রাণ দেওয়া হলেও সোনারপাড়া এলাকার গরীব লোকজনকে তিনি বঞ্চিত রেখেছেন।

বিক্ষোভের খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সোনারপাড়ায় যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনে, আগামী রবিবার সোনারপাড়া এলাকায় সরকারি সহায়তার চাল বিতরণের আশ্বাস দেন। মেয়রের আশ্বাস পেয়ে বিক্ষোভকারী সড়ক থেকে সরে যান।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, করপোরেশনর থেকে কাউন্সিলররা চাল পাওয়ার পর তা ওজন দিয়ে প্যাকেট করে বিতরণ করতে হয়। মাস্টাররুল করে এই চাল বিতরণ করতে কিছুটা সময় লাগে। তাই এক সাথে পুরো ওয়ার্ডে চাল বিতরণ সম্ভব নয়। বিক্ষোভকারীরা সেটা বুঝতে চাইছেন না। পরে তাদেরকে রবিবার চাল দেওয়ার আশ্বাস দেওয়ায় তারা শান্ত হয়ে ফিরে গেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *