Home » এবার সিলেটের ওসমানীনগরেও পাওয়া গেলো করোনা রোগী

এবার সিলেটের ওসমানীনগরেও পাওয়া গেলো করোনা রোগী

সিলেটের ওসমানীনগরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার বয়স ৫৫ বছর। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাও) গ্রামে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ততটা খারাপ নয়, তাই বর্তমানে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই ব্যক্তির করোনা পজিটিভ হওয়ায় তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতাল প্রেরণ করা হবে। নির্বাহী কর্মকর্তা জানান, তার শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে বুধবার রাতে তার টেস্টের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ- তিনি করোনা আক্রান্ত।
এদিকে, ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো দয়ামীর এলাকাজুড়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মানুষ জনকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *