Home » নগরীর দরগাগেইটে করোনা যোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা হচ্ছে

নগরীর দরগাগেইটে করোনা যোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা হচ্ছে

নগরীর দরগাগেইট এলাকার হোটেল হলিগেইটকে এজন্য প্রস্তুত করা হচ্ছে। ১লা থেকে চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা সেখানে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ।
ডাক্তার-নার্সদের আবাসনের জন্য নগরীর হোটেল হলিগেইট হোটেলকে প্রস্তুত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল।

১ মে থেকে ডাক্তার-নার্সরা সেখানে থাকতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
একটি সূত্র জানায়, শহরতলীর খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজকে আবাসনের জন্য চূড়ান্ত করা হলেও সেখানে চিকিৎসক ও নার্সরা থাকবেন না বলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় তাদের আলাদা আবাসনের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, শাহী ঈদগাহ এলাকার ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, রেডক্রিসেন্ট সোসাইটির রেস্ট হাউস, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটসহ সরকারি আরও কয়েকটি রেস্ট হাউজেও আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তবে, সামগ্রিক বিষয়টি সিলেটের সিভিল সার্জন দেখভাল করছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সিলেট বিভাগে বুধবার সকাল পর্যন্ত ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ বিভাগে এ পর্যন্ত করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *