Home » সিলেটে নগরীর মার্লিন টাওয়ারে ১৬ জনের নমুনা সংগ্রহ

সিলেটে নগরীর মার্লিন টাওয়ারে ১৬ জনের নমুনা সংগ্রহ

সিলেটে এক চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা নগরীর সুবিদবাজার এলাকার মার্লিন টাওয়ারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, আক্রান্ত হওয়া চিকিৎসক দম্পতি সুবিদবাজারের মার্লিন টাওয়ারে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাদের পরিবারের সদস্য, গাড়ি চালক, ভবনের দারোয়ানসহ এবং তাদের সংস্পর্শে আসা এরকম ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় জানা যাবে তারা সংক্রমিত কি না।

উল্লেখ্য, গত সোমবার (২৭ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ওই চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়া চিকিৎসক দম্পতির মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *