নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া গেছে। আক্রান্ত (৪০) ব্যক্তির বাড়ি সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামে।
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ঢাকা থেকে ওই ব্যক্তি নিজ বাসায় আসে। ওই রাতেই তার হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়। পরের দিন ২৬ তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ (মঙ্গলবার) তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন জানান, ২৬ এপ্রিল ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গোয়ালা কামাশপুর গ্রামের ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই ওই বাড়ি সহ আসপাশের কয়েটি বাড়ি লকডাউন করা হবে তার সাথে ওই এলাকার মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হবে। ওই গ্রামের বিষয়ে পরবর্তীতে আরো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইউএনও কল্যান চৌধুরী বলেন।