Home » সিরাজগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

সিরাজগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ইফতারের বাকি মাত্র ২০ মিনিট। এরই মধ্যে সিরাজগঞ্জের  বেলকুচির মুকুন্দগাঁতী  কলেজ রোড এলাকা হয়ে চালার দিকে যাওয়া কিংবা চালা থেকে মুকুন্দগাঁতী কলেজ রোড আসা পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির প্যাকেট দেখে। ইফতার সামগ্রী ঘিরে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন তরুণ। করোনার এই দুর্যোগে পথচলতে চলতে ইফতারের সময় ঘনিয়ে আসলেও যারা নানা কারণে বাড়ি পৌঁছাতে পারেন না তাদের জন্য সমাজকর্মী তানভীর আনজুম তুষার এ উদ্যোগ নিয়েছেন। ইফতার বিতরণ কর্মসূচিতে সার্বিক ভাবে সহায়তা করেছেন, তপন এন্টারপ্রাইজ এর  

স্বত্বাধিকারী তপন কুমার দত্ত।

দায়িত্বে থাকা তরুণরা সিএনজি অটোরিকশা বা রিকশা চালকদের কাছে ইফতারি বিতরণ করছেন। এটি হচ্ছে আজ ৩ রমজানের দৃশ্য। তবে এ পথচারীদের মাঝে ইফতারি বিতরণ শেষ রমজান পর্যন্ত  চলবে বলে জানিয়েছেন সমাজকর্মী তানভীর আনজুম তুষার। এ আয়োজন সম্পর্কে  তিনি বলেন, করোনার এই দুর্যোগে নানা কারণে অনেক মানুষ ইফতারের সময়েও রাস্তাঘাটে থেকে যান, তাদের জন্য বিনামূল্যে ইফতারি বিতরণের ব্যবস্থা করেছি।

এ সময় ইফতার সেবায় নিয়োজিত তরুণরা সবার হাতে ইফতারির প্যাকেট তুলে দেন।

 ইফতার এর প্যাকেট প্রাপ্ত তমিজ প্রাং নামে এক ভ্যানচালক বলেন, করোনার এই দিনে সারাদিন রোজা রেখে ভ্যান চালিয়ে যে আয় হয় তাতে সংসার চলে না। ইফতারির দোকানে যাওয়ার সাহস হয় না। ইফতারির যে দাম তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে তা কেনা সম্ভব নয়। এখানে বিনামল্যে ইফতারি করতে পেরে ভালো লাগছে।

ইফতার বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমাজকর্মী এস.এম ওমর ফারুক, সনত কুমার ঘোষ, মোঃ আব্দুল আলীম, মোঃ আশরাফ আলী, কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্ক এর প্রতিনিধি আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মানজিদ, ইসমাইল সরকার, আদিব নাঈম প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *