Home » কিছু টিপস যা আপনার কাজে আসতে পারে

কিছু টিপস যা আপনার কাজে আসতে পারে

কিছু টিপস যা আপনার কাজে আসতে পারে, একটু সময় হলে পড়ে নিয়েন,,,

১) রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন, পিছে কেউ আছে, তাহলে সুদু ঘাড় ঘুরাবেন না, পুরো শরিল ঘুরিয়ে দেখবেন, ঘাড় ঘুরালে মটকে দেওয়ার সম্ভব না আছে!!!

২) যদি রাতে দেখেন কোনো গাছের ডাল বা বাঁশ ঝুকিয়ে পড়েছে, তবে তার উপর দিয়ে যাবেন না,
আয়তুল কুরসি পড়িবেন, তাহলে দেখবেন আবার ঠিক আগের মতোই হয়ে গেছে!!!

৩) বিছানার উপর সাপ দেখতে পেলে আগেই মারবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে, আগে চলে যেতে বলবেন, কারন জ্বীন সাপের রুপ ধারন করে, মারা মারি করতে গিয়ে আপনি মারা জেতে পারেন, কারন এক সাহাবি সাপের রুপ ধারন ওয়ালা সাপের সঙ্গে মারা মারি করতে গিয়ে মারা গিয়ে ছিলো, আগে আপনি চলে যেতে বলবেন, তার পরও যদি না যায়, তাহলে ওটা সাপ, মারবেন বা তাড়িয়ে দিবেন!!!

৪) সুধু গভীর রাতে যে কেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকিলে সাড়া দিবেন না, তিন বার ডাকার পর সাড়া দিবেন!!!

৫) গাছে যদি বসা কিছু দেখতে পারেন, তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন না, চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন!!!

৬) যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন, আপনি রুমে বসে আছেন, মানে নিজেকেই নিজে দেখতে পারেন, জ্বীন ( কারিন জ্বীন ) সুদু চোখ বন্ধো করে আয়তুল কুরছি পড়িবেন ও তার পরেই চোখ খুলবেন!!!

৭) তারে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদিও ভয়ের শ্বপ্ন দেখেন, তাহলে উঠে বুকের বাম পাসে আস্তে আস্তে করে তিন বার থুথু দেবেন, ( বুখারি শরীফ )

৮) পুকুরে গসল করতে গিয়ে যদি বুঝতে পারেন, কেউ আপনার পা ধরে টেনে নিয়ে নিচের দিকে যাচ্ছে তবে প্রথমেই চিতকার দিবেন,, ও সাথে সাথে দোয়া উনুজ পাঠ সুরু করবেন, কারন পুকুরে বা নদীতে জ্বীন থাকে!!!

৯) যদি রাতে একা একা দেখতে পারেন, কুকুর আপনার কাছে আক্রমন করতে আসতেছে আর কুকুর টা কে যদি অসাভবিগ মনে হয়, তাহলে যথাক্রমে মাটিতে একটা সারকেল আকবেন, এবং সারকেলের ভিতরে দাড়িয়ে যাবেন, তার পর আয়তুল কুরসি পাঠ করবেন!!!

১০) যদি দেখেন আপনি রাতের বেলা তে পথ ভুলিয়ে যাচ্ছেন বা একই রাস্তা দিয়ে বার বার ফিরে আচ্ছেন, বা অনেক দুরে যাবার পর ও গন্তব্যে পৌছাতে পারছেন না, তবে আজান দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে, ( গয়রান নামক জ্বীন ) আপনাকে এই ধোকাতে ফেলেছে!!!

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *