Home » মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরীর মৃত্যুতে স্বদেশ ফোরাম সিলেটের শোক

মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরীর মৃত্যুতে স্বদেশ ফোরাম সিলেটের শোক

সিলেট :: বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংকার, সাংবাদিক, লেখক-কলামিস্ট মৃণাল কুমার দাস চৌধুরী (মৃনাল চৌধুরী) শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদেরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার মুন্সিবাজারের শ্রীনাথুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক মৃনাল চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, অমায়িক ও বিনয়ী।

মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধূরী’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছে- স্বদেশ ফোরাম সিলেট জেলা ও স্বদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরী ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, অমায়িক ও সজ্জন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন এবং স্পষ্টবাদী লোক ছিলেন। সমাজের তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

শোক প্রকাশ করেন- স্বদেশ ফোরাম সিলেটের সভাপতি কবি ও ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, সহ সভাপতি লিটন দাস লিকন, সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, সহ সাধারণ সম্পাদক জায়েদ আলী, সাহিত্য ও শিল্পকলা সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী আয়শা রুনা, অর্থ সম্পাদক কবি ও ব্যাংকার সুমন বনিক, সাংস্কৃতিক সম্পাদক গীতিকবি হরিপদ চন্দ, প্রচার সম্পাদক কবি আলা উদ্দিন তালুকদার, পাঠাগার সম্পাদক পবিত্র কুমার বৈদ্য, প্রকাশনা সম্পাদক কবি ও প্রকাশক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মিন্টু বৈদ্য, কার্যকরি সদস্য এফজাল আহমদ চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, ছড়াকার অজিত রায় ভজন, কবি হিমাংশু রঞ্জন দাস, ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান, ছড়াভূমি সম্পাদক কবি ছড়াকার রানা কুমার সিংহ, ছড়াকার মেহেদী কাবুল, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, উপদেষ্টা সদস্য- নেছারুল হক বুসতান চৌধুরী, এডভোকেট সারওয়ার আহমদ আবদাল প্রমুখ।

এছাড়াও অন্য এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন স্বদেশ ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি ও ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধা, সাংবাদিক মৃণাল চৌধূরীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *