Home » দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত হয়েছে। এতে দোকানঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত এক কোটি টাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের নিজাম উদ্দিনের ফার্নিচার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তখন আগুনের লেলিহান শিখা শতাধিক উপরে উঠানামা করে মূহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর হস্তক্ষেপে ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হচ্ছেন- শামীম মিয়া ও মঈন উদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের কসমেটিক দোকান, হেলাল মিয়ার দর্জি দোকান, শাহিদ মিয়ার ব্যক্তিগত অফিস এবং বাতেন মিয়ার ফার্মেসীসহ ১০ দোকানমালিক।

এ সময় আগুনের ভয়ে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী তাদের দোকানের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরকালে লুটপাটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

তাৎক্ষনিক দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, খবর পেয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনে স্থানীয়দের সহযোগিতা করে থাকে। সিলেটভিউ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *