Home » স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন, ৩১ জন করোনায় আক্রান্ত

স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন, ৩১ জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ার পর রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরকে লকডাউন করা হয়েছে।

আজ শনিবার রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।

ওসি আরো বলেন, ‘ওই মন্দিরের ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর পরই মন্দিরটি লকডাউন করা হয়েছে।’

এর আগে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হলো।

এ ছাড়া নতুন করে আরো ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সারা দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীতেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *