নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টী ইউনিয়নের জবই বিল এলাকার জবই ইয়ুথ ক্লাব করোনা ভাইরাসের কারনে কাজ করতে না পেরে কর্মহীন হয়ে পড়া ৫০ টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড় ১১টায় জবই বিল এলাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ২ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ২৫০ গ্রাম খেজুর, ১ কেজি পিঁয়াজ,২৫০ গ্রাম মধু, ৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া সহ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জবই ইয়ুথ ক্লাবের সদস্যরা। বিতরণে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও জবই ইয়ুথ ক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী গুলো পৌছে দিয়েছেন ক্লাবের সদস্য মোকাল্লেম, মোস্তাফিজুর, ওবাইদুল্লা, পলাশ, হাদিসুর প্রমুখ।
ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, আমাদের জবই বিল এলাকায় একদল যুবক জবই ইয়ুথ ক্লাবের উদ্যােগে সেচ্ছাসেবক হিসেবে সেচ্ছায় করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এলাকার মানুষদের সহযোগিতা করে যাচ্ছে।
উল্লেখ্য, জবই ইয়ুথ ক্লাব নামে সামাজিক সংগঠনটি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার মানুষকে সুস্থ্য রাখতে তারা বিভিন্ন গ্রামে গ্রামে সচেতনা বৃদ্ধি করতে মাইকিং, জীবানুনাশক স্প্রে, লিফলেট ও মাস্ক বিতরণও করেছেন।