এই মধ্যরাত বিষণ্ণ স্বর্ণাভ।
পড়ে থাকা ডালভাত,
অনাহারি মন,
জেগে থাকা চোখ বিষণ্ণ স্বর্ণাভ!
ফ্যানের বাতাস, বাতায়নের হাওয়া
বিষণ্ণ স্বর্ণাভ!
এই অসুস্থ সময়, টিপ টিপ বৃষ্টি,
ঘোরলাগা চোখ বিষণ্ণ স্বর্ণাভ!
সঞ্চয়িতার কবিতা, গীতবিতান,
গল্পগুচ্ছের চরিত্র,
রবীন্দ্র সঙ্গীত, গভীর রাত,
সবটুকু আজ বিষণ্ণ স্বর্ণাভ!
ডেল কার্নেগি বেরস গদ্য,
মোপাসাঁ, স্তাদাল,লরেন্স,
তলস্তয় সব সব সবটুকু
ঝুরঝুর বিষণ্ণ স্বর্ণাভ!
নেরুদার কবিতা আর
সক্রেটিস দর্শন, সাঁত্রেও
তারই সাথে শেক্সপীয়র সনেট
সব সব সব যেন বিষণ্ণ স্বর্ণাভ!
ভৈরবী রাগ আর নজরুল গীত,
সাথে কিছু কবিতা,
আধুনিক সঙ্গীত,
সব সব সব যেন বিষণ্ণ স্বর্ণাভ!
মীরা ভজন, রাধার প্রেম,
গালীব বাণী আর তুলসী মানস,
সুরদাস সুর আর
কবীর গাথা সবটাই যেন
আজ বিষণ্ণ স্বর্ণাভ!
বাইরের ল্যাম্পোস্ট,
নতুন পাতা, ভোরের হাওয়া
আর পাখির কলতান
সবটাই যেন আজ বিষণ্ণ স্বর্ণাভ!
লাবণ্য কান্তা
২৩ এপ্রিল ২০২০
লেখকের ফেসবুক ওয়াল থেকে।
নির্বাহী সম্পাদক