বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ‘করােনা পরিস্থিতি মােকাবিলায় গরিব অসহায় মানুষের জন্য কােনও ব্যবস্থা করেনি সরকার, এটা সংবিধান পরিপন্থী। যাদের টাকা-পয়সা আছে, তাদের জন্য প্রণোদনা দিচ্ছে হাজার হাজার কােটি টাকা। সেটা পাবে কারা? ব্যবসায়ীরা? এই ব্যবসায়ীরা ব্যাংকের মালিক, গার্মেন্টসের মালিক। যা কিছু হচ্ছে সব বড়লােকদের জন্য আর গরিব খেটে খাওয়া মানুষ সব মরে যাক। রাস্তার মধ্যে ওদের লাশ থাকুক, এটাই হচ্ছে এই সরকারের নীতি। এভাবে আর চলতে পারে না।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সীগঞ্জের শ্রীনগরে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, ‘আমরা বারবার বলেছি, ঐক্যবদ্ধভাব কাজ করি। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি কমিউনিস্ট পার্টিসহ বাংলাদেশে সব রাজনৈতিক দল মিলে করােনাভাইরাস মােকাবিলা করি। কিন্তু আমরা দেখছি, সরকার কথা শুনছে না। অসহায় মানুষের ত্রাণের চাল, সেটাও আওয়ামী লীগদের বাড়িতে পাওয়া যাচ্ছে। আর এই কারণে তারা ঐক্যবদ্ধভাব কাজ করতে চায় না।’
সকালে শ্রীনগর উপজেলার দামলায় বিএনপির জাতীয় নিবার্হী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফুর নিজ উদ্যোগে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) ১৫শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
সূত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান