বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি,সিলেট জেলা শাখার উদ্দোগে ২৩ এপ্রিল দুপুর ১ টায় বৃহস্পতিবার সিলেট নগরির সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ত্রাণ চুরি, দুর্নীতি, লুটপাটের প্রতিবাদে ও কৃষকের নিকট থেকে সরাসরি ২০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় শুরু করার দাবিতে এবং করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানাবিধ ব্যর্থতার প্রতিবাদে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম সুমন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি ও সাধারণ সম্পাদক মোঃনাবিল এইচ, সাংগঠনিক সম্পাদক যুব ইউনিয়ন সিলেট জেলা শাহজালাল সুমন।
নির্বাহী সম্পাদক