Home » সিলেটে আটকা পড়া ফিনল্যান্ড নাগরিকের উদ্ভট আচরণে বিপাকে হোটেল কর্তৃপক্ষ

সিলেটে আটকা পড়া ফিনল্যান্ড নাগরিকের উদ্ভট আচরণে বিপাকে হোটেল কর্তৃপক্ষ

করোনার লকডাউনে সিলেটে আটকা পড়েছেন ফিনল্যান্ডের এক নাগরিক। তার উদ্ভট আচরণে চিন্তিত হোটেল কর্তৃপক্ষ। তাই রাখা হয়েছে তালাবদ্ধ অবস্থায়।

ফিনল্যান্ডের নাগরিক মার্ক মিকেল। দেড়মাস ধরে থাকছেন, সিলেটের একটি আবাসিক হোটেলে। হোটেলের সব চাবি নিয়ে নিজেই নিজেকে করেছেন তালাবদ্ধ। রয়েছে হোটেলে কর্মচারীদের মারপিটের অভিযোগও। এতে ভয়ে ভেতরেও যেতে চাইছে না তারা। তালাবদ্ধ মিকেলের সঙ্গে বাইরে থেকে কথা বলতে গেলে রেগে যান। জানান, ফিরতে চান ঢাকায়। মানবাধিকার কর্মীরা বলছেন, বিদেশি এই নাগরিকের যেকোনো দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়বে দেশ। তাই দ্রুত তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত।

গত ২৮ মার্চ নগরীর মীরবক্সটুলার একটি মার্কেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আলোচনায় আসেন মার্ক মিকেল। করোনা সন্দেহে হাসপাতালে নিলেও চিকিৎসকরা জানান, ভাইরাস নয়, অন্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। রয়েছে মানসিক অসুস্থতাও।

সূত্র: চ্যানেল২৪

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *