জম্মু কাশ্মীর: সোপিয়ানের মলাহুরাতে অপারেশন চলাকালীন সেনার হাতে নিকেশ হল ৪ জঙ্গি। সাতসকালে বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওই দুই জঙ্গিকে খতম করা হয়। এরপরেই একটু বেলা বাড়তেই খতম করা হয় আরও দুই জঙ্গিকে। এখনও বাহিনী অপারেশন জারি রেখেছে।
মঙ্গলবার রাত থেকেই মলহুরা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল। গোপনসূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, ৫৫ রাষ্ট্রীয় পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী। সেখানেই সেনাদের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
উল্লেখ্য, কদিন আগেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করা হয় এক জইশ-ই-মহম্মদের কমান্ডারকে। সোপারের গুলাবাদ এলাকায় ২২ রাষ্ট্রীয় পুলিশ, সোপোর পুলিশ ও ১৭৯ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স একসঙ্গে এই অপারেশনে নেমেছিল। সেখানেই খতম করা হয় ওই কমান্ডারকে।
প্রসঙ্গত, শুক্রবার সাতসকালে কাশ্মীরের সোপিয়ান জেলার দারিও কীগান গ্রামে হয়েছিল এনকাউন্টার। পালটা জবাব দেয় বাহিনীও। খবর অনুযায়ী, বাহিনীর ছোঁড়া গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি।
শেষ খবর পাওয়া অনুযায়ী মলাহুরাতে এখনও অপারেশন চলছে। দেশ লকডাউন থাকলেও চরম পরিস্থিতির মাঝেও নিজেরদের কাজ চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ফলে ভূ-স্বর্গে সক্রিয় ভাবে কাজ করছে সেনাও।
নির্বাহী সম্পাদক