Home » ঈদে বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ার

ঈদে বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ার

আগামী ঈদুল ফিতরে নাগরিকদের বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জোকো উইদোদো জানান, নাগরিকদের ঈদে বাড়ি যাওয়ার যে ঐতিহ্য রয়েছে সেটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের দেশগুলোতে সাধারণত ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। কাজের সুবাদে অন্যত্র থাকলেও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে চায় মানুষ।

সম্প্রতি সরকারি এক জরিপে দেখা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এবারের ঈদে এমনিতেই বাড়ি ফিরতে আগ্রহী নয় বেশিরভাগ মানুষ। তবে ২৪ শতাংশ মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চান।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত সাত হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১৬ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *