Home » দেশে আগামী ১২ দিন ইন্টারনেটে ধীরগতি থাকবে

দেশে আগামী ১২ দিন ইন্টারনেটে ধীরগতি থাকবে

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলের কাজের জন্য আজ সোমবার থেকে আগামী ১২ দিন ইন্টারনেটের গতি কম থাকবে। কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সাবমেরিন ক্যাবলের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজ ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।এ সময় ইন্টারনেটের গতি কম হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

তবে ওই সময় কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে বলে খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও জানায় প্রতিষ্ঠানটি। ইন্টারনেট সমস্যা এড়াতে আইজিডব্লিউ ও আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধও করা হয়েছে। কাজ শেষে ইন্টারনেট গতি আগের অবস্থায় ফিরে আসবে বলেও জানায় বিএসসিসিএল।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *