Home » করোনার ভয় নেই, এ কেমন সিলেট বাসিকে আমরা দেখছি

করোনার ভয় নেই, এ কেমন সিলেট বাসিকে আমরা দেখছি

সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দলবেঁধে লোকজন চলাফেরা করছেন। পাড়ার মোড়ে কয়েকজন মিলে আড্ডা দেওয়ার চিত্রও প্রত্যক্ষ করা গেছে। অনেক এলাকার ভেতরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ ও খাবারের দোকান ছাড়াও অন্যান্য দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।

সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন নগরীর এক বাসিন্দা। লকডাউনের কারণে পুলিশ তার গাড়ি আটকিয়ে কেন বের হয়েছেন জিজ্ঞেস করে। ওই ব্যক্তি জবাব দেন, ‘ঘরে বসে থাকতে ভালো লাগছে না। তাই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছেন।’

গেল রবিবারের এই ঘটনাই সিলেটে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা না মানার প্রবণতাকে স্পষ্ট করে দিচ্ছে। এখানকার মানুষ সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসটেন্সিং) মানছেন না, সড়কে-বাজারে একসাথে চলাফেরা করছেন। ফলে করোনার সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট জেলায় গতকাল পর্যন্ত করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে চারজন। এর মধ্যে একজন মারাও গেছেন। বাকি তিনজন আছেন হাসপাতালে। এ তিন ব্যক্তি কিভাবে আক্রান্ত হলেন, তা এখনও জানতে পারেননি স্বাস্থ্যসেবার সাথে জড়িত দায়িত্বশীলরা। ফলে সিলেটে করোনার সংক্রমণ ঠেকাতে তারা সরকারি নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন জনসাধারণকে। গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেটকে। কিন্তু ‘আত্মঘাতী’ মানুষ সরকারি নির্দেশনায় কর্ণপাত করছেন না বলে অভিযোগ ওঠছে।

সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাট এলাকায় রীতিমতো আঁতকে ওঠার মতোই অবস্থা। হাজার হাজার মানুষ গাদাগাদি করে এখানে বাজার-সদাই করছেন প্রতিদিন। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে এখানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আসে। এসব মালামাল ট্রাক থেকে নামাতে গায়ে গা ঘেষে কাজ করেন শ্রমিকরা। ক্রেতাদের ভিড়ও উপচে পড়া। কোথাও সামাজিক দূরত্ব মেনে চলার লেশমাত্র নেই।

দায়িত্বশীলরা বলছেন, প্রতিদিন সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, জরিমানাও করছেন। কিন্তু বেপরোয়া মানুষদের কিছুতেই ঘরে আটকে রাখা যাচ্ছে না। মানুষ ঘরে না থাকলে পরিস্থিতি খারাপ হবে আরো।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘মানুষকে আরো সচেতন হতে হবে। আমরা যে সংকটের মধ্যে আছি, এ থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব মেনে চলা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া জরুরি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছি।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *