Home » রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনার সঙ্কটকালে মানবিক পুলিশকেই দেখছে বাংলাদেশ। চিকিৎসকদের পরই এখন সম্মুখ যোদ্ধা পুলিশ। সেই বাহিনীর সদস্যরাও করোনা সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। ঝুঁকি নিয়েই ডিউটি করতে হচ্ছে তাদের।

সোমবার ভোরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্যের (৪০) সন্দেহজনকভাবে মৃত্যু হয়। তবে করোনা পরীক্ষায় তিনি আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক মফিজ উদ্দিন আহম্মেদ।

তিনি আজ রাতে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে থাকা এক ট্রাফিক পুলিশ কনস্টেবল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হাসপাতালে মারা গেছেন।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকার কারণে সন্দেহজনকভাবে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত ছিলেন না। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই ট্রাফিক সদস্য ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
– জাগোনিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *