Home » করোনা ‘ভাইরাস শাটআউট’ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার

করোনা ‘ভাইরাস শাটআউট’ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার

‘ভাইরাস শাটআউট’ যা একবার গলায় পরলে করোনা ভাইরাস নাকি একমাস পর্যন্ত তিন ফুটের মধ্যে আসতে পারে না। জি মামা (G Mama) নামের একটি অনলাইন পেইজে বিজ্ঞাপনের মাধ্যমে এমন একটি প্রোডাক্ট বিক্রি করছিলেন টিপু সুলতান নামের এক ব্যক্তি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অনেকে বিশ্বাস করে ওই প্রোডাক্ট কিনতেও শুরু করে।রোববার (১৯ এপ্রিল) নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিকাল অনুমান পাঁচটায় রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস, এম, শামীমের নেতৃত্বে একটি দল মৌচাক মার্কেটের সামনে থেকে এই ‘ভাইরাস শাট আউট’ প্রোডাক্ট বিক্রেতা টিপু সুলতানকে (৩৫) গ্রেপ্তার করে। তার হেফাজত হতে ৫০ পিস ‘ভাইরাস শাট আউট’ প্রোডাক্ট জব্দ করে রমনা মডেল থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।ডিএমপি জানায়, এই প্রোডাক্ট সে চায়না থেকে ডিএইচএল এর মাধ্যমে এনেছে বলে পুলিশকে সে জানিয়েছে। এই প্রোডাক্ট ইতোমধ্যে হংকং, চায়না, ভিয়েতনাম, আমেরিকাতে ব্যান করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া সে এটা এনেছে যা আসলে করোনা প্রতিরোধে কোন ভূমিকা রাখেনা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *