মরণব্যাধি করোনাভাইরাসের রোগী বেড়েই চলেছে সিলেটে। বিভাগের মধ্যে সবচেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এ পর্যন্ত সিলেটেই পাওয়া গেছে বেশি। সারা বিভাগ মিলে কোভিড -১৯ আক্রান্ত রোগীর সংখ্যা যত ঠিক ততজন রয়েছেন শুধু সিলেট জেলাতেই। বিভাগের বাকি ৩ জেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আর শুধু সিলেট জেলাতেই পাওয়া গেছে ৪ জন কোভিড- ১৯ আক্রান্তের রোগী।
সর্বশেষ গতকাল রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তন্মধ্যে একজনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেশায় তিনি একজন টমটম (অটোরিকশা) চালক। সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে তার বাড়ী।
এরআগে গত ১৬ এপ্রিল একই দিনে সিলেটে দুই যুবকের শরীরে পাওয়া যায় করোনাভাইরাসের অস্তিত্ব। ১৫ এপ্রিল তাদের নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়েছিল। পরদিন তাদের রিপোর্ট প্রকাশ করে সিলেট সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী গোয়ানঘাট ও অপরজনের বাড়ী জৈন্তাপুর উপজেলায়। বর্তমানে তারা দু’জনই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে সর্ব প্রথম করোনা রোগী পাওয়া যায় গত ৫ এপ্রিল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে ধরা পড়ে এ ভাইরাস। তিনিই সিলেটের প্রথম করোনা রোগী। গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে মৌলভীবাজারেও মারা যাওয়া এক ব্যবসায়ীর শরীরে ৫ এপ্রিল ধরা পড়ে কোভিভ-১৯। ৪ এপ্রিল সকালে তিনি নিজ বাড়ীতে শরীরে জ্বর থাকা অবস্তায় মারা গিয়েছিলেন। এরপর সংশ্লিষ্টরা এসে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পায়।
হবিগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসের একজন রোগী পাওয়া গেছে। গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা এক ট্রাক চালকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তিনি এখন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ী রাঙ্গামাটি জেলায়।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত দুই জনের শরীরে ধরা পড়েছে করোনা। তারা দু’জনই নারী। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় ঢাকা থেকে পালিয়ে এসেছেন আরেক ব্যক্তি। প্রশাসন তাকে খুঁজে বের করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জে ও মৌলভীবাজারে একজন করে মোট দুই জন করোনা আক্রান্তের রোগী পাওয়া গেছে। আর সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসের রোগী রয়েছেন ৩ জন। তন্মধ্যে একজন আক্রান্ত হয়ে এসেছেন ঢাকা থেকে। বিভাগের এ তিন জেলায় করোনা রোগীর সংখ্যা এখন ৫ জনে দাঁড়িয়েছে। অপরদিকে শুধু সিলেট জেলাতেই পাওয়া গেছে ৪ জন করোনা রোগী। যা বিভাগের অন্য সব জেলা থেকেই বেশী।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান, সিলেটে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যা অত্যন্ত দুঃখজনক। এভাবে রোগী বাড়তে থাকলে পরিণতি হবে ভয়াবহ। সবাইকে অত্যন্ত বেশী করে সতর্ক থাকার পরামর্শ দেন ডা. আনিছ।
নির্বাহী সম্পাদক