বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৫টি করোনা আক্রান্ত। দেশটির নব্বই শতাংশে ছড়িয়েছে করোনা। করোনাভাইরাসে চিকিৎসা চলাকালীন আক্রান্তদের ৮৯ শতাংশই মারা যাচ্ছেন।
এমনই জানালেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, রবিবার পর্যন্ত ২৪৫৬ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। মৃত ৯১ জন।
কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) বেড়ে যাচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
করোনাভাইরাসে একের পর এক আক্রান্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা।
৬৪ জেলার মধ্যে ৫৫টিতেই ২৪৫৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। নতুন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। মন্ত্রীর আক্ষেপ লকডাউন তেমন কার্যকরী হয়নি।
রবিবার রাত পর্যন্ত ৩৩টি জেলাকে বিশেষ লকডাউনের আওতায় আনা হয়েছে। যদিও দেশ জুড়েই চলছে লকডাউন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনার ভয়াবহ সংক্রমণের মুখে পড়বে বাংলাদেশ।
নির্বাহী সম্পাদক