ডেস্ক নিউজ:
টস জিতে আগে ব্যাট করতে নেমে মুম্বাই ৭ উইকেটে করে ১৬৭ রান। জবাবে ডেথ ওভারে বিপদে পড়লেও কৃষ্ণাপ্পা গৌতমের ঝড়ে ১৯.৪ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে রাজস্থান। ইনিংসের চতুর্থ বলে এভিন লুইস ফেরার পর সূরিয়াকুমার যাদব ও ইশান কিষাণের ১২৯ রানের জুটি দারুণ শুরু এনে দেয় মুম্বাইকে। কিন্তু জোফরা আরচারের দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় তারা। কিষাণ ৪২ বলে ৫৮ রান করেন ৪টি চার ও ৩টি ছয়ে। ৪৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭২ রান করেন যাদব। জোফরা ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ধাওয়াল কুলকার্নি পান ২ উইকেট। লক্ষ্যে নেমে ৩৮ রানে রাজস্থানের দুটি উইকেট তুলে নেয় মুম্বাই। কিন্তু সানজু স্যামসন ও বেন স্টোকসের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। দুজনের ৭২ রানের জুটি ভাঙার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল মুম্বাই। স্টোকস ৪০ রানে হার্দিক পান্ডিয়ার কাছে বোল্ড হন। এরপর জশপ্রীত বুমরাহ ১৭তম ওভারে টানা ২ বলে উইকেট নেয় চ্যাম্পিয়নরা। ৩৯ বলে স্যামসনকে ৫২ রানে বিদায় করেন মুম্বাইয়ের পেসার। পরের বলে জশ বাটলারকে ফেরান তিনি। মোস্তাফিজ তার শেষ ওভারের প্রথম বলে হেনরিখ ক্লাসেনকে শূন্য রানে বিদায় করে মুম্বাইয়ের জয়ের আশা জাগান। কিন্তু গৌতমের ১১ বলে ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ৩৩ রানের অপরাজিত ইনিংসে তৃতীয় জয় পায় রাজস্থান। মুস্তাফিজ ৪ ওভারে ৩৫ রান দিয়ে পেয়েছেন ওই একটি উইকেটই। হার্দিক ও বুমরাহ নেন ২টি করে উইকেট। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজস্থান। আর এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মুম্বাই।