ওয়াশিংটন: COVID-19 ছড়িয়ে প্রা রোধ করতে ভারতকে ৫.৯ মিলিয়ন ইউএসডি স্বাস্থ্য পরিষেবায় দিয়েছে সহযোগিতা করেছে আমেরিকা যা ভারতীয় টাকায় ৪৫ কোটি, এমনটাই জানিয়েছে ট্রাম্প সরকার।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে হ্রাস টানতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবং স্বাস্থ্য সম্পর্কিত বার্তা বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা হবে। যথেষ্ট পরিমাণ টেস্ট হয়ে যাতে সংক্রমণ ধরা পরে এবং নজরদারি চালাতে এই টাকা ভারতকে দিয়েছে আমেরিকা।
বিশ্ব মহামারি করোনা ভাইরাসের জরুরি অবস্থায় প্রস্তুতিতে কোন খাতে কতটা দরকার সেই বিষয়েও এই টাকা ব্যবহার করা হয়েছে। করোনা মোকাবিলায় বিভিন্ন খাতে এই টাকা ব্যবহার করবে ভারত।
COVID-19 নিয়ে আমেরিকা জানিয়েছে, “মোট ২.৮ বিলিয়ন ইউএসডির ফান্ড তৈরি হয়েছে যার মধ্যে ১.৪ ইউএসডি বিলিয়ন স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে, শেষ ২০ বছরে আমেরিকা মোট এই অঙ্কের টাকা ভারতকে দিয়েছে”।
স্টেট ডিপার্টমেন্ট এবং আন্তর্জাতিক উন্নয়নে ইউএস সংস্থা এখন ৫০৮ মিলিয়ন ইউএসডি স্বাস্থ্য, আর্থিক সহায়তা এবং মানবতার খাতিরে দিয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে করোনা খাতে সাহায্য করা ছাড়া এই ৫০৮ মিলিয়ন ইউএসডি বরাদ্দ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আফগানিস্তানকে ১৮ ইউএসডি মিলিয়ন, বাংলাদেশকে ৯.৬ ইউএসডি মিলিয়ন, ভুটানকে ৫০ হাজার ইউএসডি, নেপালকে ১.৮ ইউএসডি মিলিয়ন এবং পাকিস্তানকে ৯.৪ ইউএসডি মিলিয়ন এবং শ্রীলঙ্কাকে ১.৩ ইউএসডি মিলিয়ন সাহায্য দিয়েছে আমেরিকা।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন করোনার চরমতম অবস্থা পার করে ফেলেছে আমেরিকা। কিন্তু পরিসংখ্যান মোটেই সে তথ্য দিচ্ছে না। শেষ ২৪ আমেরিকায় করোনায় মৃত প্রায় ৪৫০০ কাছাকাছি মানুষ।
শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯১ জনের। যা কিনা ২৪ ঘন্টায় মৃত্যুর হারে সারা বিশ্বে রেকর্ড। এই মৃত্যুর জেরে মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৯১৭।
নির্বাহী সম্পাদক