Home » তাবলীগ ফেরত ব্যক্তির করোনা শনাক্ত, ঘুমধুম লকডাউন

তাবলীগ ফেরত ব্যক্তির করোনা শনাক্ত, ঘুমধুম লকডাউন

মো.আবুল বাশার নয়ন:বান্দরবানে প্রথম কোভিড-১৯ করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকায় ওই বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজে স্যাম্পল পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
৭০ বছর বয়স্ক লোকটি কয়েকদিন আগে খুলনা, ঢাকা হয়ে তাবলিগের চিল্লা শেষ করে এসেছেন বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থেকে স্যাম্পল এনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা পরীক্ষা করা হয়।
তবে, তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। রক্তচাপ একটু বাড়তি রয়েছে। তাবলিগ ফেরত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে। রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ‘করোনা রোগী’ হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ পুরো এলাকাটি লকডাউন করা হয়েছে।
এদিকে, করোনা পজেটিভ হওয়া ওই ব্যক্তির সাথে তাবলীগ জামাতের আরও পাঁচজন ছিলেন। তাদের করোনা টেস্টে রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাক্ষ ডা: অনুপ বড়ুয়া।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পান কর্মকর্তা ডা: আবু জাফর মোহাম্মদ সলিম জানান, কয়েক দফায় উপজেলায় মোট ৫৪জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার নেওয়া হয়েছে আরো ৮জনের নমুনা। সর্বশেষ ৫৪জনের রিপোর্ট পাওয়া গেছে। যারমধ্যে তুমব্রু কোনার পাড়ার ওই বাসিন্দার শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তিনি কয়েকদিন আগে তাবলীগ থেকে এসেছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে পরিবারে কারো লক্ষন দেখা গেলে তাদের আলামতও সংগ্রহ করা হবে।
এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন- তুমব্রু কোণার পাড়ায় করোনা আক্রান্ত ব্যাক্তি রোগীর সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলে তাৎক্ষনিক আইন শৃংখলাবাহিনী ও প্রশাসনের লোকজন পরিদর্শন করেছেন। এই অবস্থায় ঘুমধুমকে লকডাউন করা হয়েছে। পার্শ্ববর্তী উখিয়ার অংশও লকডাউন করার জন্য সেখানকার প্রশাসনের সাথে আলাপ হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *